Header Ads

তাকবীরে তাহরীমার সময় আঙ্গুলসমূহ তাকবীরে তাহরীমার জন্য হাত উঠানোর সময় আঙ্গুলসমূহ স্বাভাবিকভাবে রাখাঃ عن سعید بن سمعانؒ قال : دخل علینا أبوہریرۃؓ فی نجد بنی زریق فقال : ثلاث کان رسول اللہ ۔ﷺ ۔ یفعل بھن ترکھن الناس کان إذاقام إلی الصلاۃ قال : ہکذا وأشار أبو عامر بیدہ ولم یفرج بین أصابعہ ولم یضمہما. رواہ الحاکم فی ’’المستدرک‘‘۱/۲۳۴ (۸۵۶) وقال : ہذا حدیث صحیح الاسناد ولم یخرجاہ. وأقرہ علیہ الذہبی فی’’التلخیص‘‘ حیث قال: صحیح. অর্থ: হযরত সাঈদ ইবনে সামআন রহ. থেকে বর্ণিত, তিনি বলেন একদা হযরত আবূ হুরাইরাহ রাযি. বনী যুরাইক গোত্রের নজদ্‌ নামক এলাকায় আমাদের নিকট আগমন করলেন এবং বললেন যে, তিনটি জিনিস রাসূলুল্লাহ্‌ ﷺ করতেন লোকেরা তা ছেড়ে দিয়েছে। সেগুলো হল: প্রিয় নবী ﷺ যখন নামাযে দাঁড়াতেন তখন তিনি এমনটি করতেন। তার পর বর্ণনা কারী হযরত আবূ আমের রাযি. কান পর্যন্ত হাত উঠিয়ে দেখালেন। তিনি হাতের আঙ্গুলগুলো এমনভাবে রাখলেন যে, একেবারে ফাঁকও করলেন না, আবার একবারে মিলিয়েও দিলেন না। অর্থাৎ, আঙ্গুলসমূহ স্বাভাবিকভাবে রাখলেন। সূত্র: মুসতাদরাকে হাকিম ১/২৩৪(৮৫৬) সহীহ ইবনে খুযাইমা ১/২৩৪ (৪৫৬) (অবশিষ্ট-৫) https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.