ইমামের সাথে মুক্তাদীর তাকবীরে তাহরীমা
ইমামের তাকবীরে তাহরীমা বলার পর সাথে সাথে মুক্তাদীর তাকবীরে তাহরীমা বলাঃ
عن أبی ہریرۃؓ قال: قال النبی ۔ﷺ۔ قال : إنماجعل الإمام لیوتم بہ‘ فاذا کبر فکبروا ...الخ۰
رواہ مسلم فی’’ صحیحہ‘‘ برقم (۴۱۴)کتاب الصلوۃ‘ باب ائتمام الماموم بالإمام. والبخاری فی ’’صحیحۃ ‘‘ ۱۷۹ ( ۷۳۴) کتاب الاذان‘ باب ایجاب التکبیر و افتتاح الصلاۃ.
অর্থ: হযরত আবূ হুরাইরাহ্ রাযি. হতে বর্ণিত, তিনি বলেন প্রিয় নবী ﷺ বলেছেন: ইমাম এ জন্যই বানানো হয়ে যাতে তাঁর অনুসরণ করা হয় । অতএব, (তুমি তাঁর বরখিলাফ করবে না, বরং) ইমাম যখন তাকবীর বলবে তোমরাও তাঁর পরক্ষণেই তাকবীর বলবে । সূত্র: মুসলিম শরীফ হাদীস নং (৪১৬) বুখারী শরীফ ১/১৭৯ (৭৩৪)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


