Header Ads

মাগরিবের নামাযের পূর্বে দুই রাকা‘আত নফল মাগরিবের নামাযের পূর্বে দুই রাকা‘আত নফল না পড়া উত্তমঃ عن طاؤس قال : سئل ابن عمرؓ عن الرکعتین قبل المغرب فقال : ما رأ یت أحدا علی عہد رسول اللہ ۔ ﷺ ۔ یصلیہما ... الخ . رواہ ابوداؤد فی’’ سننہ ‘‘ برقم (۱۲۸۴) کتاب التطوع باب الصلاۃ قبل المغرب. অর্থ: হযরত তাউস রহ. থেকে বর্ণিত, একদা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. কে মাগরিবের পূর্বেকার দুই রাকা‘আত নামায সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন: আমি প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের যুগে কাউকে এই দুই রাকা‘আত পড়তে দেখিনি।” সূত্র: আবূ দাউদ শরীফ ২/৬০(১২৮৪) বাইহাকী শরীফ ২/৪৭৬-৪৭৭ (৪৫০৫) (অবশিষ্ট-৩৮) বি: দ্র: একান্ত কেউ পড়তে চাইলে পড়তে পারে, একটি মারফু হাদীসে পড়ার অনুমতি দেওয়া হয়েছে। দ্রষ্টব্য: বুখারী শরীফ ১/২৭৮ (১১৪৩) তবে, মাগরিবের তা‘জীল নষ্ট না হয় (অর্থাৎ, ওয়াক্ত হওয়ার পর নামায শুরু করতে দেরী না করা) সে দিকে লক্ষ্য রেখে পড়তে হবে। ঢালাওভাবে পড়ার অনুমতি দেয়া হয়নি। https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.