আখেরী বৈঠকে দরুদ শরীফ
আখেরী বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ার পর দরুদ শরীফ পড়াঃ
عن عبد الرحمن بن أبی لیلی قال لقینی کعب بن عجرۃؓ‘ فقال : ألا أہدی لک ہدیۃ سمعتہا من النبی ۔ﷺ۔ فقلت بلی ‘ فأہدیہا لی فقال : سالنا رسول اللہ۔ﷺ۔ فقلنا : یا رسول اللہ! کیف الصلاۃ علیکم أھل البیت؟ فان اللہ قد علمنا کیف یسلم علیک ؟ قال: قولوا : اللھم صلی علی محمد وعلی أل محمد کما صلیت علی إبراھیم وعلی أل إبراھیم إنک حمید مجید ‘ اللھم بارک علی محمد وعلی أل محمد کما بارکت علی إبراھیم وعلی أل إبراھیم إنک حمید مجید‘‘ .
رواہ البخاری فی’’صحیحہ‘‘ برقم (۳۳۷۰) کتاب أحادیث الانبیاء. رقم الباب(۱۰( .
অর্থ: হযরত আবদুর রহমান ইবনে আবী লাইলা রহ. থেকে বর্ণিত, তিনি বলেন: হযরত কা‘আব ইবনে উজরাহ রাযি. এর সাথে আমার সাক্ষাৎ হলে তিনি আমাকে বললেন আমি কি তোমাকে এমন একটি হাদিয়া দিব যা আমি প্রিয় নবী ﷺ থেকে শুনেছি? হযরত আবদুর রহমান রাযি. বলেন: আমি বললাম অবশ্যই দিন, হযরত কা‘আব ইবনে উজরাহ রাযি. বলেন: আমরা রাসূল ﷺ এর নিকট জিজ্ঞাসা করলাম হে-আল্লাহর রাসূল! আমরা আপনার ও আপনার পরিবার পরিজনের উপর কিভাবে দরুদ পাঠাব? কেননা আল্লাহ তা‘আলাতো আপনার উপর কিভাবে সালাম পাঠাতে হবে তা শিক্ষা দিয়েছেন। এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ ﷺ দরুদে ইবরাহীমী পড়তে নির্দেশ দিলেন। সূত্র: বুখারী শরীফ হাদীস নং (৩৩৭০) মুসলিম শরীফ হাদীস নং (৯০৮) আবূ দাউদ শরীফ হাদীস নং (৯৭৬) তিরমিযী শরীফ হাদীস নং (৪৮৩) নাসাঈ শরীফ হাদীস নং(১২৮৮) ইবনে মাজা শরীফ হাদীস নং (৯০৪)
উল্লেখ্য যে, এ হাদীস দ্বারা শেষ বৈঠকে আত্তাহিয়্যাতুর পর দুরূদ শরীফ পড়া সুন্নাত হওয়া এভাবে প্রমাণিত হয় যে, বিভিন্ন মুহাদ্দিস হাদীসটিকে আত্তাহিয়্যাতুর পর দুরূদ শরীফ পড়ার অধ্যায়ে এনেছেন । যেমন ইমাম আবূ দাউদ রহ. হাদীসটিকে এনেছেন باب الصلاۃ علی النبی ۔ﷺ۔ بعد التشہد এর অধীনে।
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


