হাত বাঁধার সময় ডান ও বাম হাত
হাত বাঁধার সময় ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর রাখাঃ
)۱(عاصم بن کلیب قال : حدثنی أبی أن وائل بن حجر أخبرہ قال : قلت : لأنظرن إلی صلاۃ رسول اللہ۔ ﷺ۔ کیف یصلی؟ فنظرت إلیہ فقام فکبر ورفع یدیہ حتی حاذتا بأذنیہ ثم وضع یدہ الیمنی علی کفہ الیسری والرسغ و الساعد ... الخ
رواہ الامام أبوداؤد فی ’’سننہ ‘‘برقم (۷۲۶) و ( ۹۵۷) کتاب الصلوۃ‘ باب رفع الیدین فی الصلوۃ والنسائی فی’’ سننہ‘‘ ۲/۹۲ ( ۸۸۹) کتاب الافتتاح‘ باب موضع الیمین من الشمال فی الصلاۃ۰
)۲(عن حجاج بن حسان قال : سمعت ابا مجلز اوقال : سئلتہ قال : کیف یصنع؟ قال : یضع باطن کف یمینہ علی ظاہر کف شمالہ‘ یجعلہا اسفل من السرۃ۰
رواہ ابن ابی شیبۃ فی ’’مصنفہ‘‘ ۱/۳۴۳ (۳۹۴۲(
অর্থ: (১) হযরত ওয়ায়েল ইবনে হুজর রাযি. বলেন: আমি একদা বললাম, প্রিয় নবী ﷺ কিভাবে নামায পড়েন তা আমি দেখব । প্রিয় নবীজীর দিকে চেয়ে দেখলাম যে, তিনি দাঁড়িয়ে দুহাত উঁচু করলেন এমনকি তাঁর হাতদ্বয় তাঁর কান বরাবর হয়ে গেল, তারপর তাকবীর বলা অবস্থায় ডান হাতকে বাম হাতের পাতার পিঠের উপর এবং কব্জি ও বাহুর উপর রাখলেন। সূত্র: আবূ দাউদ শরীফ হাদীস নং (৭২৬) নাসাঈ শরীফ ২/৯২ (৮৮৯) (৯৫৭)
আল্লামা নিমাভীরহ. বলেন إ سنا ده صحيح হাদীসটির সনদ সহীহ । দ্রষ্টব্য: আছারু সুনান –পৃষ্ঠা-৮৩
অর্থ: (২) হযরত আবূ মিজলায রহ. থেকে বর্ণিত, তাঁকে হাজ্জাজ ইবনে হাস্সান প্রশ্ন করলেন যে, (নামাযে) হাত কিভাবে রাখতে হবে? তিনি বলেন: ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর নাভীর নিচে রাখবে । সূত্র: মুসান্নাফে ইবনে আবী শাইবা ১/৩৪৩ (৩৯৪২) হাদীসটির সনদ সহীহ। বি দ্রঃ ইলাউস্সুনান ২/১৮০-১৮১
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


