দু’টি মাসআলা
১। যখন নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর নাম মুবারক লিখবে, তখন পূর্ণ দুরূদ শরীফ লিখবে। সংক্ষেপ করার জন্য (দ.) বা (স.) এ ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে লিখবে না, এটা আদবের খেলাফ। তেমনিভাবে মুখে বলার সময় খুব ধীরে সুস্থে বলবে। তাড়াহুড়া করে অস্পষ্টভাবে দুরূদ পড়া মুহাব্বাতের সল্পতার আলামত। এ দিকে খুব লক্ষ্য রাখবে।
২। ফুকাহায়ে কিরাম লিখেছেন, যে কোন দুরূদে নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর নাম মুবারকের শুরুতে سيدنا (সাইয়িদিনা) শব্দ বৃদ্ধি করা মুস্তাহাব। (দুররে মুখতার, ১:৫১৩)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


