Header Ads

ফজরের নামাযের উত্তম সময় খুব উজ্জল হওয়ার পর ফজরের নামায পড়া উত্তমঃ عن رافع بن خدیجؓ قال سمعت رسول اللہ ۔ﷺ ۔ یقول : ’’ أسفروا بالفجر فانہ أعظم للأجر۰‘‘رواہ الترمذی فی ’’جامعہ‘‘ برقم ( ۱۵۴)کتاب الصلاۃ‘ باب ماجاء فی الإسفار بالفجر. অর্থ: হযরত রাফে ইবনে খদীজ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন: আমি প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, “তোমরা (রাত্রির অন্ধকার দূরীভূত হওয়ার পর খুব উজ্জল হয়ে গেলে ফজরের নামায আদায় করবে। কারণ, ইহা ছওয়াবকে অধিক বর্ধনকারী।) সূত্র: তিরমিযী শরীফ হাদীস নং (১৫৪) ইমাম তিরমিযী রহ. বলেন হাদীসটি হাসান সহীহ (অবশিষ্ট-২) https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.