ঈদের নামায অতিরিক্ত ৬ তাকবীরে পড়া
ঈদের নামায অতিরিক্ত ৬ তাকবীরে পড়া সুন্নাত ও উত্তমঃ
عن أبی عائشۃ جلیس لأبی ہریرۃ ؓ أن سعید بن العاصؒ سأ ل أبا موسی الأشعریؓ و حذیفۃ بن الیمان : کیف کان رسول اللہ ۔ ﷺ ۔ یکبر فی الأضحی و الفطر ؟ فقال أبو موسی : کان یکبر أربعا تکبیرہ علی الجنائز فقال حذیفۃؓ : صدق فقال أبو موسیؓ : کذلک کنت أکبر فی البصرۃ حیث کنت علیہم فقال أبو عائشۃ و أنا حاضر سعید بن العاص.
رواہ الإمام أبوداؤد فی ’’سننہ‘‘ برقم ( ۱۱۵۳) کتاب الصلاۃ ‘ باب التکبیر فی العیدین . و إبن أبی شیبۃ فی ’’ مصنفہ ‘‘ ۱/۴۹۳ ( ۵۶۹۴)
অর্থ: হযরত আবূ হুরাইরা রাযি. এর সাহচার্য অবলম্বনকারী হযরত আবূ আয়িশা রহ. থেকে বর্ণিত, হযরত সাঈদ ইবনুল আস রহ. একদা হযরত আবূ মূসা আশ‘আরী রাযি. ও হযরত হুযাইফা রাযি. কে জিজ্ঞাসা করলেন, প্রিয় নবী ﷺ ঈদুল আযহা ও ঈদুল ফিতর কিভাবে তাকবীর বলতেন? জবাবে হযরত আবূ মুসা রাযি. বলেন: জানাযার তাকবীরের ন্যায় প্রতি রাকা‘আতে ৪টি করে তাকবীর দিতেন। তখন হযরত হুযাইফা রাযি. ও আবূ মুসা আশ‘আরীর রাযি. কথাকে সমর্থন করলেন। এরপর হযরত আবূ মুসা রাযি. বলেন আমি যখন বসরার গভর্ণর ছিলাম তখন এভাবেই তাকবীর বলতাম। হযরত আবূ আয়িশা রহ. বলেন: এ প্রশ্নোত্তরের সময় আমি সাঈদ ইবনুল আসের রহ. নিকট উপস্থিত ছিলাম। সূত্র: আবূ দাউদ শরীফ হাদীস নং (১১৫৩) মুসনাদে আহমাদ ৪/৪১৬ (১৯৭৩৪) মুসান্নাফে ইবনে আবী শাইবা ১/৪৯৩ (৫৬৯৪) তহাবী শরীফ ৪/৩৪৫-৩৪৬ (অবশিষ্ট-৪৩)
উল্লেখ্য যে, এ হাদীসে জানাযার নামাযের ন্যায় ঈদের নামাযেও ৪ তাকবীরের কথা বলা হয়েছে। এর অর্থ হল: প্রথম রাকা‘আতে তাকবীরে তাহরীমা সহ আরো অতিরিক্ত তিন তাকবীর মোট ৪ তাকবীর। এবং দ্বিতীয় রাকা‘আতে রুকুর তাকবীর সহ আরো অতিরিক্ত তিন তাকবীর, মোট ৪ তাকবীর (যা ত্বহাবী শরীফে বর্ণিত অন্য এক সূত্রে স্পষ্টভাবে উল্লেখ্য রয়েছে, দ্রষ্টব্য: ত্বহাবী শরীফ ২/৩৭১) সুতরাং তাকবীরে তাহরীমা ও রুকুর তাকবীর বাদ দিলে অতিরিক্ত তাকবীর ৬ টি হল যা ত্বহাবী শরীফে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. এর থেকে বর্ণিত হাদীসে স্পষ্ট ভাবে উল্লেখ আছে। নতুবা হাদীসের বাহ্যিক অর্থ, ঈদের নামাযে ৪ বা ৮ তাকবীর কোন ইমামের মাযহাব নয়। সুতরাং বাহ্যিক ঐ অর্থ করলে হাদীসটি কোন মাযহাবে গ্রহণযোগ্য থাকে না এবং হাদীসটি আমল যোগ্যও থাকে না। কাজেই সেরূপ অর্থ করা ঠিক হবে না। সার কথা, এটি সংক্ষিপ্ত হাদীস আর সংক্ষিপ্ত হাদীস সম্পর্কে নিয়ম হল বিস্তারিত হাদীসের সাথে মিলিয়ে তার সঠিক মর্ম বুঝে আমল করা।
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


